শনিবার ০৫ অক্টোবর ২০২৪, আশ্বিন ২০ ১৪৩১

জুনাইরা বিনতে ইসলাম নামিরাহর আঁকা ছবি

রীতা আক্তার

প্রকাশিত: ১০:১৩, ২৭ মার্চ ২০২৩

আপডেট: ১৬:২৫, ২৭ মার্চ ২০২৩

জুনাইরা বিনতে ইসলাম নামিরাহর আঁকা ছবি

জুনাইরা বিনতে ইসলাম নামিরাহর আঁকা ছবি

নীল আকাশে সাদা মেঘের ভেলা। নদীর কুলুকুলু রয়ে মুখর চারিদিক। নির্মল সবুজে ছুঁয়ে গেছে গ্রামটি। গ্রামের মেঠো পথে পথিকের আনাগোনা। নদীর দু' কুলে দুটি গ্রামের মিতালী করছে বয়ে চলা ছোট্ট নদীটি।

জুনাইরা বিনতে ইসলাম নামিরাহ

অপূর্ব এই ছবিটি এঁকেছে জুনাইরা বিনতে ইসলাম নামিরাহ।বি এন স্কুল ঢাকা স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ছে নামিরাহ।

তার একটি ছোট্ট খরগোশ ছানা আছে। অবসরে পোষা খরগোশটি  হয় তার খেলার সঙ্গি। ছবি আঁকতে পছন্দ করে নামিরাহ।