মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪, কার্তিক ৭ ১৪৩১

সবাই একা

গোলাম কবির

প্রকাশিত: ২২:২৫, ৪ জুলাই ২০২৪

সবাই একা

ছবি- সংগৃহীত

সবাই একা, একদমই একা!
 জীবনের এতো আয়োজন, এতো হৈচৈ,
 আনন্দ - বিরহ নিয়ে
 বেঁচে থাকা - মরে যাওয়া,
 সবখানেই সবাই একা!

 একা, রাতের নির্জন নদীর পাশেই
 পুড়তে থাকা শবের মতো!
 সবাই একা, দিন শেষে ভীষণ একা!  

 একলা মাঠের মধ্যে আমৃত্যু
 দাঁড়িয়ে থাকা কোনো তালগাছের
 মতো একা সবাই,
 বিশ্বাস করো কিংবা নাই বা করো
 সবাই আসলেই একা!
 
 এক একটা দিন গড়িয়ে সন্ধ্যা নামলে
 আমরা তখন কেউ কারো নয়,
 চলে যাবার সময় হলে সবাই একা!