শনিবার ০৫ অক্টোবর ২০২৪, আশ্বিন ১৯ ১৪৩১

বিবেকবার্তা মুখমুখি হয়েছে বিপ্লব গোস্বামীর সাথে আলাপচারিতায়

রীতা আক্তার

প্রকাশিত: ০৮:২০, ৫ অক্টোবর ২০২২

বিবেকবার্তা মুখমুখি হয়েছে বিপ্লব গোস্বামীর সাথে আলাপচারিতায়

বিপ্লব গোস্বামী

আজ আমাদের মাঝে উপস্হিত রয়েছেন লেখক বিপ্লব গোস্বামী।লেখালেখির জগতে তিনি সুপরিচিত।বিবেকবার্তা মুখমুখি হয়েছে বিপ্লব গোস্বামীর সাথে আলাপচারিতায়। আসুন জেনে নেই তাঁর সম্পর্কে।

কেমন আছেন?
মোটামুটি ভালোই আছি।

আপনার সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি?
নমস্কার, আমি বিপ্লব গোস্বামী।কবি ও শিক্ষক ,করিমগঞ্জ।আসাম।ভারত  থেকে।

আপনি কেনো এই লেখালেখিতে এলেন এবং কিভাবে?
কেনো লেখালেখিতে এলাম তা বলতে গেলে বলব নিন্তান্ত সাহিত‍্যকে ভালোবাসি বলেই।আসলে লেখালেখিটা নেশা হয়ে গেছে তাই।আর কিভাবে লেখালেখিতে এলাম এর উত্তরে বলব তা নিজেও জানি না।লেখালেখির শুরুটা একদম ছোটবেলা থেকেই।তখনো জানতাম না কি লিখছি কেন লিখছি যা লিখছি তা হচ্ছে কি না।যা মনে আসতো তাই লিখতাম।তবে কবিতা লেখাটা শুরুটা ক্লাস সিক্সে পড়ার সময় থেকেই।তা নিয়ে একটা ঘটনা আছে ।সেদিন আমার এক সহপাঠী বলেছিল সে আগে যে স্কুলে ছিল সেখানে সব সহপাঠী মিলে বাংলা সাহিত্য বইয়ের সব কয়টি কবিতার দুই লাইন করে একত্রিত করে একটা কবিতা বানিয়ে ছিল।সে বলেছিল চলো আজ এভাবেই কবিতা তৈরি করি।আমারও কৌতূহল হল আমিও তা চেষ্টা করলাম।কবিতা হলো ঠিকই কিন্তু আমার কাছে তা ভালো লাগল না।যদিও তখনো কবিতার তাৎপর্য বুঝতাম না।তবুও মনে হয়েছিল এভাবে কবিতা বানালে কেমন যেন গলমিল বা অর্থহীন লাগছে।তখন মনে হলো নিজে লিখলে তো এর চেয়ে ভালো হয়।এই ভাবনা নিয়ে একটা কবিতা লেখে নিলাম।এভাবেই কবিতা লেখার শুরুটা।

সাহিত্য অঙ্গনে আপনার এই বিচরণ কত সাল থেকে?
কম করেও একুশ বছর হবে।

আপনি মূলতঃ কি লিখেন? গল্প কবিতা না-কি অন্য কিছু? আপনার প্রকাশিত কোনো বই আছে কি? থাকলে বইয়ের নাম ?
আমি মূলত ছড়া ও কবিতা লিখি।তাছাড়া গল্প ও প্রবন্ধও লিখি।
হ‍্যাঁ , আমার প্রকাশিত বই আছে।আমার প্রকাশিত বই গুলো হলো - সহজ ছড়া মজার পড়া, ছড়া দিয়ে পড়া শিখি ও ঈশান বাংলা।

আপনার লেখালেখির মূল বিষয় কি?
আমার লেখার মূল বিষয় বলতে গেলে আমি শিশুতোষ ছড়া বেশি লিখি।তাছাড়া আমার লেখায় অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ,নারীবাদ আর বিরহ পাবেন।

লেখালেখির জন্য আপনি এপর্যন্ত কোনো সম্মাণনা বা এওয়ার্ড পেয়েছেন কি? লেখালেখির কারণে আপনি এপর্যন্ত দেশের বাইরে কোথাও গিয়েছেন কি?
হ‍্যাঁ,লেখালেখির জন‍্য এখন পর্যন্ত একাধিক সম্মাননা পেয়েছি।ত্রিপুরার সাহিত্য পরিষদ থেকে কাব‍্যজ‍্যোতি খেতাব,বিশ্ব কবি সাহিত্যিক পরিষদ থেকে কাব‍্যময় সম্মাননা,বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ থেকে কবিশ্রী সম্মাননা তাছাড়া জাতীয় পর্যায়ে রাষ্ট্রীয় সমাজসেবা রত্ন পুরস্কার-২০২১, ফরেভার স্টার বুক অফ ওয়ার্ড রেকর্ড পুরস্কার -২০২১ ও গুরুরত্ন বঁটা পুরস্কার -২০২২ পুরস্কার পেয়েছি।না, আমার এখানো দেশের বাইরে যাওয়া হয়নি।যদিও অনেক বার অনেক  সংগঠন থেকে আমন্ত্রণ পেয়েছি তবুও যাওয়াটা হয়ে উঠেনি।আসলে যতবারই আমন্ত্রণ পয়েছি তখন হয়তো বা পেশাগত সমস্যা অর্থাৎ ছুটি না পাওয়া বা শারীরিক সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছে।

লেখালেখির পাশাপাশি আপনি কি করেন বা পেশা কি আপনার?
আমি পেশাগত জীবনে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক।

বিবেকবার্তার পাঠকদের উ্দেশ্যে কিছু বলেন?
নিয়মিত বিবেকবার্তা পড়ুন।কারণ বিবেকবার্তয় খবরের পাশাপাশি সাহিত্য ও সমাজের কথা পাবেন।

আপনি লেখার ক্ষেত্রে কি কোন নিদৃষ্ট সময় মেনে চলেন?
তেমন ভাবে নয় তবে রাতের বেলা কাজের চাপ কম থাকে তাই বেশিরভাগ সময় রাত্রেই লেখি।

এবারের বই মেলায় কি আপনার কোন বই বের হবে?
সম্ভাবনা আছে।

লেখা নিয়ে সামনে কোন বিশেষ পরিকল্পনা আছে কী?
তেমন কিছু নয় ।

ব্যক্তি জীবন আর লেখক জীবন কি আপনি আলাদা ভাবে চিন্তা করেন?
কখনো নয়।

এমন কি কোন বই আছে, যার কাছে বারবার ফিরে যান?
নজরুলের সঞ্চিতা।

বিবেকবার্তাকে সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
আপনাকেও অনেক অনেক ধন‍্যবাদ।