সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

অগোছালো বিকেলের গল্প

সুজিত চট্টোপাধ্যায়

প্রকাশিত: ২১:০৩, ৩ জুন ২০২৪

অগোছালো বিকেলের গল্প

ছবি- সংগৃহীত

একটা ছন্নছাড়া বিকেলে
আমি একা,
একটা অগোছালো মনখারাপ করা বিকেলে আমি একা;
এই বিকেলগুলোর কাছেই
সেই ছোট্টবেলা থেকে একা থাকতে শেখা।
টিভির চ্যানেল সার্ফিংয়ে যেখানেই যাই... শুধু আমরা ভালো,
ওরা খারাপ,
শিক্ষণীয় কিছু নেই।
মুঠোফোনে ঘুরে আসি
ফেসবুক, মেসেঞ্জার ,
হোয়াটস আপ।
যখন আর ভালো লাগে না,
একঘেয়ে মনে হয়;
বন্ধ করি বিশ্ব যোগাযোগ মাধ্যম ।
পদ্মাসনে, চক্ষু মুদে ধ্যানে বসি...
একাগ্রচিত্তে স্মরি...
" হরি ওম! হরি ওম!

কেটে যায় কিছুটা সময়...
তারপরই কোথা যায় হরি ?
তুমি আসো; সব কিছু উলট পালট করি,
নিয়ে যাও  আনন্দ গভীরে আমায়...
আমার মন খারাপ করা বিকেল
হঠাৎ ভালো হয়ে যায়
তোমার ছোঁয়ায়।