ছবি- সংগৃহীত
ভাবনাপাখি দিই উড়িয়ে
আকাশ গায়ে দিই জুড়িয়ে ,
ভাবনা ছুঁয়ে আকাশ কথা
ঝরালে ঠিক নিই কুড়িয়ে ।
পড়তে পারি গড়তে পারি
ওড়না ডানায় উড়তে পারি ,
ফেরিওলায় ভাবনা হাঁটে
মনের বাড়ি চিনতে তারই ।
মাঝির তরী ভাবনা ভাসায়
কোন ঘাটে সে তরীর আশায় ,
জলের ওপর আঁধার ছায়া
ভাবনা একা রাত্রি বাসায় ।
ভাবনা ফেরায় কিশোর বেলা
ভাবনা ফেরায় একার বেলা ,
ভাবনাকে ফের দেয় ভাবিয়ে
মনকে ডেকে মনের খেলা ।
মিথ্যে পড়া পাতা খুলে
বইটা আমায় যায় যে ভুলে ,
দিনটা রঙিন, রাতটা দিনে
রঙিন হয়ে ভাবনা ছুঁলে ।
প্রজাপতি ভাবনা পাখায়
জোনাক আলো ভাবনা আঁকায় ,
রোজ বদলের ভাবনাপুরে
কই আর রোজই পৌঁছানো যায় !