মঙ্গলবার ১০ সেপ্টেম্বর ২০২৪, ভাদ্র ২৬ ১৪৩১

টরেন্টোতে ৫ম সম্মিলিত বাংলামেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১০:৩৬, ৯ আগস্ট ২০২৩

টরেন্টোতে ৫ম সম্মিলিত বাংলামেলা অনুষ্ঠিত

ছবি- সংগৃহীত

টরেন্টোতে পঞ্চম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বাংলামেলা। বাংলা টাউনস্থ শহীদ মিনারের পার্শ্ববর্তী ডেনটনিয়া পার্কে ৬ আগস্ট দিনব্যাপী এই মেলা হয় ।

 মেলায় নানান মনিহারী জিনিসপত্র ছাড়াও মাঠের চারিদিকে ছিল সারি সারি কাপড়ের স্টল। সেইসঙ্গে বাংলাদেশি বাহারি খাবার। রোদ ঝলমলে বাদলা দিনে বিপুল সংখ্যক দর্শক-শ্রোতার সমাবেশ ঘটে এই মেলায়। শিল্পী শুভ্র দেব ও জিনাত জাহান মুন্নি ছাড়াও মেলায় সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীবৃন্দ।

টরেন্টোতে একই দিনে আরও দুটি ফোবানা অনুষ্ঠিত হতে যাচ্ছে।বৃষ্টি উপেক্ষা করে দর্শক-শ্রোতা নেচে-গেয়ে মেলার মাত্রা বাড়িয়ে দেয়। ফলে ৫ম সম্মিলিত বাংলামেলার বর্ণিল আয়োজন দেখে মনে হয়- টরেন্টোতে যেন এক টুকরো মিনি বাংলাদেশ।’