সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

সাহিত্যকেই তিনি বেছে নিয়েছেন আগামীর পথচলার পাথেয় হিসেবে

রীতা আক্তার

প্রকাশিত: ১১:৪০, ১৭ এপ্রিল ২০২২

সাহিত্যকেই তিনি বেছে নিয়েছেন  আগামীর পথচলার পাথেয় হিসেবে

লেখক-অরণ্য আপন

অরণ্য আপন  জন্মেছেন ১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি বগুড়ার খামারকান্দি গ্রামে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন বগুড়াতেই। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। এছাড়াও দীর্ঘ অধ্যয়নে একাধিক ভাষা তিনি আয়ত্ত করেছেন। 
 
বর্তমানে তিনি সোনারগাঁও স্টারফ্লাওয়ার এস আর স্কুল এন্ড কলেজে প্রভাষক পদে শিক্ষকতা করছেন। মৌলিক লেখার পাশাপাশি তিনি ইংরেজি ও উর্দু ভাষা থেকেও অনুবাদ করেছেন। সাহিত্যকেই তিনি বেছে নিয়েছেন তাঁর আগামীর পথচলার পাথেয় হিসেবে।
 
লেখকের বই সমূহ
 
উপন্যাস 
অন্তঃসারশূন্য ২০১৫ 
নিসর্গের রঙ ২০১৬   
মৃত্যুনদীর গান ২০১৭ 
 
কাব্যগ্রন্থ 
ঈশ্বরকে পাইনি তোমাকে ২০১৮ পেয়েছি
তোমাকে দেখার চোখ নেই ২০১৯
জলপ্রিয় পাখি ২০১৯
মায়ের কবরের মতো আমি একা (১ম খণ্ড) ২০২০
মায়ের কবরের মতো আমি একা (২য় খণ্ড) ২০২১
মায়ের কবরের মতো আমি একা (৩য় খণ্ড) ২০২২
 
অনুবাদ 
তাওবাতুন নাসুহ ২০১৭
সূর্যমূখী ২০১৭ 
গালিবের কবিতা ২০১৮
আই হার্ড গড লাফিং ২০১৮
নিশ্বাসের পয়গাম ২০১৯
দীর্ঘবাহু গাছ ২০১৯
আত্মার দরোজা ২০২০
এ শহরে কান্না প্রধান সত্য ২০২২