শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

অবিমিশ্র অনুভব

ইভা আলমাস

প্রকাশিত: ১৬:২৫, ১৮ মার্চ ২০২৪

আপডেট: ১৬:২৭, ১৮ মার্চ ২০২৪

অবিমিশ্র অনুভব

ছবি- সংগৃহীত

সকালটা কমলা রোদের স্নানাগার,
খানিকটা হাঁটার অভিনয় করি
সবাই ভাবে মর্নিং ওয়াক হচ্ছে বেশ
কিন্তু আমার কাছে সবটাই
কাগজের মতো ফ্যাকাশে আড়ম্বর!

ভেবে পাই না মুক্তির স্বাদ বলে কিছু আছে কী নেই
জীবনের আগাগোড়া পুরোটাই বকেয়া রয়ে গেলো
কার কাছে উশুল করে নেবো
এই থেমে যাবার বিকৃতি-
জানা নেই।

সেদিন ট্রেনে এক যুবককে দেখে চমকে উঠেছি!
চাঁদপনা মুখ,মুখে রাজ্যের আগাছা,
সিগারেটে কুচকুচে ঠোঁট আর চোখের দৃষ্টিতে তৃষ্ণার্ত হতাশা-
ভাবি,ওর চেয়ে তো আমিও
ঢের খানিকটা ভালো আছি।

জীবন নিয়ে এতো ব্যবচ্ছেদ!
কত স্মৃতি, কত সোনামুখ মনের আয়নায় উঁকি দিয়ে যায়
সব মুখের আদল বড় আবছা
মনে হয়, অথবা
আমারই প্রতিচ্ছবি হবে হয়তো।
সময় মতো ফিরে যাওয়ার নামই জীবন
সব সৌন্দর্য বুঝি ঐ আবছা মুখের অবয়ব জুড়ে....

ইভা আলমাস