শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

বৃষ্টির জলে

মাহাবুবা লাকি-বাংলাদেশ

প্রকাশিত: ১০:৪১, ১২ জুন ২০২৩

আপডেট: ১০:৫৬, ১২ জুন ২০২৩

বৃষ্টির জলে

ছবি- সংগৃহীত

পিছলে পড়িনি ঝরঝর বৃষ্টির জলে
থমকে গিয়েছিলো মন,
ভিজেছিলে সেদিন ফাগুনের জলে
অনমনা তাকিয়ে কিছুক্ষণ।

অবাক চোখে দেখেছিলাম চেয়ে
যদি হতাম ওই ফাগুনের জল
যে জল গড়িয়ে ভেজালো তোমার
উচাটন পাঁজরের মোহক্ষণ।

মনের আরশিতে কোন সে ছায়া পড়ে
কবিতার খাতা কেন বৃষ্টির মতো ঝরে,
মন আর মুখের পঙতিরা অধীর
ঝুমঝুম বৃষ্টিতে নীরব গভীর।

বিরহের মেঘ কেঁদে ফেরে কূলে
 স্বপ্ন ভেঙে যায় ভুলের নীলে,
তার কিছুটা উড়ে যায় মেঘের ভেলায়
কিছুটা কষ্ট ভেসে যায় অবলীলায়।

যেমনি করে জলের ঢেউ জলেতে মেলায়
ভিজিয়ে মাটি গন্তব্যে ফিরে যায়।

 

মাহাবুবা লাকি  কবি, উপন্যাসিক, প্রকাশক, সংগঠক।