সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

আমরা সম্প্রীতির কথা বলি

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০৯, ৩ এপ্রিল ২০২৪

আমরা সম্প্রীতির কথা বলি

ছবি- সংগৃহীত

আমরা  সম্প্রীতির কথা বলি এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ খ্রিস্টান মুক্তিযোদ্ধা ও তরুণ কল্যাণ পরিষদ আয়োজিত ইফতার পার্টি ও ইস্টার পুনর্মিলনী আজ ৩রা রাজধানীর একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শহিদুর রহমান শহিদ, প্রাক্তন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,  বিশপ (মনোনীত) সুব্রত বনিফাস গমেজ, বীর মুক্তিযোদ্ধা মেজর বিজয় ম্যানুয়েল ডি প্যারিস, আগস্টিন পিউরিফিকেশন, লেখক পি আর প্লাসিড, প্রাবন্ধিক, গবেষক ও কলামিস্ট হীরেন পণ্ডিত।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা চিত্ত ফ্রান্সিস রিবেরু’র লেখা মুক্তিযুদ্ধে ভাওয়ালের খ্রিস্টান সম্প্রদায় গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।