শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

টোকিওতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা

বিবেকবার্তা ডেস্ক

প্রকাশিত: ২০:০৬, ২৭ ডিসেম্বর ২০২৩

আপডেট: ২০:৫৫, ২৭ ডিসেম্বর ২০২৩

টোকিওতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে বিজয় মেলা

ছবি- সংগৃহীত

 
গত ২৪ শে ডিসেম্বর ২০২৩, রবিবার টোকিওতে মহান বিজয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে  বিজয় মেলা ২০২৩। মেলার আয়োজন করে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ জাপান শাখা। 
টোকিও, ইতাবাসি ওয়ার্ডস্থ উকিমাফুনাদো শহরের ফুনাদো হলে আয়োজিত মেলায় জাপানে বসবাসরত মহিলাদের মধ্যে কয়েকজন উদ্যোক্তা অংশগ্রহণ করে মেলাকে সফল করে তোলেন। এদের মধ্যে ছিলেন বাংলা বই (বিবেক), খাবার (সুরভী আক্তার), মসলা (জালাল আলী), চা, পোশাক ও একসেসরিজ (পুষ্পা) প্রমূখ। 
 
মেলার প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ সাজ্জাদুল হক ও সমন্বয়কারী হিসেবে ছিলেন ইয়াগুচি সুমন।
 
পরিষদের সভাপতি পি আর প্ল্যাসিড অংশগরহণ কারীদের উদ্দেশ্যে বলেন, জাপানে বিজয় মেলার যাত্রা শুরু কেবল পণ্য বেচাকেনা করার জন্য নয়। উদ্দেশ্য, জাপানে এই মেলার মাধ্যমে দেশীয় পন্য জাপানিদের মধ্যে পরিচয় করিয়ে বাজার সম্প্রসারণ করা। পাশাপাশি আমাদের শিল্প সাহিত্যকে বিদেশীদের কাছে তুলে ধরাই আমাদের মূল উদ্দেশ্য।
 
প্রবাসে এই ধরনের উদ্যোগকে অনেকেই প্রশংসা করে এর ধারাবাহিকতা ধরে রাখতে উদ্যোক্তাদের অনুরোধ জানান।
 
সম্পাদনায় -রীতা আক্তার