শনিবার ২৭ জুলাই ২০২৪, শ্রাবণ ১২ ১৪৩১

আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের জাপান শাখার সৌজন্য সাক্ষাত

রীতা আক্তার

প্রকাশিত: ২০:৩৫, ৭ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের জাপান শাখার সৌজন্য সাক্ষাত

বাম থেকে বাংলাদেশ শাখার প্রধান জনাব মাসুদ করিম ,জাপান শাখার প্রধান থাইও প্ল্যািসড এবং পি আর প্ল্যািসড

গত ৪ এপ্রিল আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর জাপান শাখার সভাপতি পিআর প্ল্যাসিড এবং থাইও প্ল্যাসিড বাংলাদেশ প্রধান শাখার সভাপতি এবং কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি মাসুদ করিম এর সাথে সংগঠনের ঢাকার কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

এসময় জাপান শাখার কার্যক্রম এবং বাংলাদেশে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদ এর ২য় সম্মেলন নিয়ে আলোচনা হয়।

চলতি বছরে আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের ২য় বার্ষিক সম্মেলন ঢাকার স্কাটনে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাংলা ভাষা পরিষদের মোট ২৬টি শাখার  মধ্যে ভারতে রয়েছে ১২ টি শাখা। বাকি শাখাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, জাপান এবং আমেরিকায়।

জাপান শাখার প্রধান জনাব পি আর প্ল্যাসিড আন্তর্জাতিক  বাংলা ভাষা পরিষদের ২য় বার্ষিক  সম্মেলনকে সফল করতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।