সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪, অগ্রাহায়ণ ২৫ ১৪৩১

আর টিভি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন পি আর প্ল্যাসিড

রীতা আক্তার

প্রকাশিত: ১৪:২০, ৮ এপ্রিল ২০২৪

আর টিভি প্রতিনিধি হিসেবে নিযুক্ত হলেন পি আর প্ল্যাসিড

ছবি- সংগৃহীত

বিবেক বার্তা'র  সম্পাদক জনাব পি আর প্ল্যাসিড বাংলাদেশের জনপ্রিয় টিভি চ্যানেল "আর টিভি" র জাপান প্রতিনিধি হিসেবে নিযুক্ত হয়েছেন।

এখন থেকে তিনি জাপান কমিউনিটির প্রতিবেদন " আর টিভি" তে নিয়মিত তুলে ধরবেন।

" আর টিভি" র জাপান প্রতিনিধি নিযুক্ত হওয়ায় আমরা সকলে তাকে অভিনন্দন ও শুভ কামনা জানাই।